হোটেল ভাড়া নিলেও খুশি হতেন ডোনাল্ড ট্রাম্প!
https://parstoday.ir/bn/news/world-i115918-হোটেল_ভাড়া_নিলেও_খুশি_হতেন_ডোনাল্ড_ট্রাম্প!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নানা উপায়ে খুশি করার চেষ্টা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কেউ কেউ তাকে উপঢৌকন দিয়েছেন, কেউ কেউ আবার ট্রাম্পের মালিকানাধীন হোটেল ভাড়া নিয়ে তাকে খুশি করতে চেয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২২ ১৮:২০ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নানা উপায়ে খুশি করার চেষ্টা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কেউ কেউ তাকে উপঢৌকন দিয়েছেন, কেউ কেউ আবার ট্রাম্পের মালিকানাধীন হোটেল ভাড়া নিয়ে তাকে খুশি করতে চেয়েছেন।

সৌদি আরবসহ ছয় দেশের কর্মকর্তারা ওয়াশিংটনে ট্রাম্পের হোটেল ভাড়া নিয়ে বিপুল অর্থ ব্যয় করেছেন। ট্রাম্প প্রশাসনকে খুশি করতেই এভাবে এসব হোটেলে থেকেছেন তারা। এসব হোটেলের কোনো কোনো কক্ষের ভাড়া এক রাতে ১০ হাজার ডলারের বেশি। এভাবে সাড়ে সাত লাখ ডলারের বেশি ব্যয় করেছেন এই কর্মকর্তারা। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের সাবেক অ্যাকাউন্টিং ফার্মের দেওয়া এক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে থেকেছেন। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে এসব কর্মকর্তার ট্রাম্পের বিলাসবহুল হোটেলে থাকার প্রমাণ মিলেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির এ প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশিত হয়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিলাসবহুল কয়েকটি স্যুট ভাড়া করা হয়। এগুলোর একেকটির ভাড়া ছিল সাড়ে ১০ হাজার ডলার। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার হোটেলে কীভাবে কোটি কোটি টাকা আয় করেছেন, এসব বিষয় এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এর আগে ওভারসাইট কমিটি ধারণা করেছিল, ট্রাম্পের এ হোটেল প্রায় ৪০ লাখ ডলার আয় করেছে বিভিন্ন বিদেশি সরকারের কাছ থেকে। আর এটা হয়েছে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে। এটা সংবিধানেরও ব্যত্যয়। তবে নতুন যে প্রতিবেদন গতকাল দেওয়া হয়েছে, সেখানে শুধু কয়েক মাসের হিসাব দেওয়া হয়েছে। #

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।