যৌথভাবে নতুন জঙ্গিবিমান বানাবে ব্রিটেন, ইতালি ও জাপান
(last modified Fri, 09 Dec 2022 11:56:48 GMT )
ডিসেম্বর ০৯, ২০২২ ১৭:৫৬ Asia/Dhaka
  • যৌথভাবে নতুন জঙ্গিবিমান বানাবে ব্রিটেন, ইতালি ও জাপান

যৌথভাবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, ইতালি ও জাপান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে ইউরোপের উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় জাপানকে সঙ্গে নিয়ে দুই ইউরোপীয় দেশ জোট বাঁধল। নবপ্রযুক্তিতে জাপানের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগবে।

নতুন যুদ্ধবিমানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানোর বিষয়টি তুলনামূলক বেশি গুরুত্ব পাবে। নতুন এ যুদ্ধবিমানগুলো আগামী ২০৩৫ সালের দিকে সংশ্লিষ্ট দেশগুলোর বাহিনীতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিন দেশের এই প্রকল্পে আরও কিছু দেশও যুক্ত হতে পারে। এর আগে খবর এসেছে ফ্রান্স, জার্মানি ও স্পেন একসঙ্গে তাদের নিজস্ব নকশার বিমান নিয়ে কাজ করছে, কাজ করছে যুক্তরাষ্ট্রও।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের কাছে যুক্তরাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এ কারণেই প্রতিরক্ষা প্রযুক্তির অত্যাধুনিক প্রান্তে থাকতে হবে। যারা ক্ষতি করতে চায়, গতিতে, কৌশলে তাদেরকে ছাড়িয়ে যেতে হবে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ