যুদ্ধে প্রাণহানিকে ‘যৌথ ট্রাজেডি’ বললেন রুশ প্রেসিডেন্ট
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সব লক্ষ্য অর্জন করা হবে: পুতিন
-
ভ্লাদিমির পুতিন
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্যগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন আরো বেশি সমরাস্ত্রের দাবি জানাতে ওয়াশিংটন সফরে গেছেন তখন পুতিন এ সংকল্প জানালেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও পদস্থ জেনারেলদের সঙ্গে বার্ষিক বৈঠকে দেয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন করা হবে। তিনি সেনা কর্মকর্তাদেরকে ‘বীর’ বলে আখ্যায়িত করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ‘তার সর্বোচ্চ সক্ষমতা’ ব্যবহার করছে। তিনি গত ১০ মাসে ইউক্রেনে অর্জিত অভিজ্ঞতার পাশাপাশি এর আগে সিরিয়ায় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য সেনা কমান্ডারদের নির্দেশ দেন।
প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রাণহানিকে উভয় দেশের ‘যৌথ ট্রাজেডি’ বলে বর্ণনা করেন। এ সময় ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম দেশ’ বলেও উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই সামরিক অভিযান চালানোর কোনো ইচ্ছে তার ছিল না কিন্তু পশ্চিমাদের উস্কানির কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ইউক্রেন ‘মিনস্ক’ চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হলে এবং দেশটির পূর্বাঞ্চলীয় ‘দোনেস্ক’ ও ‘লুহানস্ক’ অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে ব্যর্থ হলে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। সে সময় প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত করাকে’ এ অভিযানের অন্যতম লক্ষ্য বলে বর্ণনা করেছিলেন।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।