ইউরোপীয় পার্লামেন্টের বিলুপ্তি চায় হাঙ্গেরি
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বর্তমানে যে গঠন কাঠামোয় আছে তাতে ইউরোপীয় পার্লামেন্ট বিলুপ্ত করা উচিত। তিনি বলেন, এরইমধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সীমাহীন দুর্নাম কুড়িয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী গ্রিসের রাজনীতিবিদ ইভা কাইলি কাতারের কাছ থেকে ঘুষ গ্রহণের জন্য গ্রেপ্তার ও অভিযুক্ত হওয়ার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই বক্তব্য দিলেন।
রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাঙ্গেরির জনগণ ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান কাঠামো দেখতে চায় না, এর বিলুপ্তি হওয়া উচিত। তিনি আরো বলেন, অর্থ কেলেঙ্কারির এই ঘটনা থেকে পরিষ্কার হয়েছে যে, প্রতিটি দেশের জাতীয় সংসদের অধিক মাত্রায় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এবং ইউরোপীয় পার্লামেন্টে সদস্য দেশগুলোর সংসদে নির্বাচিত সদস্যদেরকে প্রতিনিধি করা উচিত।
অভিবাসন এবং সমকামী অধিকারসহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে মাঝেমধ্যেই হাঙ্গেরির মতবিরোধ হয়। এর বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য হাঙ্গেরি সরকারকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে থাকে।
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে তার বিরোধিতা করেছে হাঙ্গেরি। গতকাল অরবান এ প্রসঙ্গে বলেছেন, যদি নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি নিজেদের হাতে থাকতো তাহলে হাঙ্গেরি কখনো এই নীতি অনুসরণ করত না। তিনি বলেন, “ইউরোপ এবং রাশিয়ার অর্থনীতিকে স্থায়ীভাবে দুই ভাগে বিভক্ত করা কোনভাবেই আমাদের স্বার্থের মধ্যে পড়ে না। ফলে আমরা রাশিয়ার সঙ্গে সহযোগিতা করে যতদূর সম্ভব অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছি।”#
পার্সটুডে/এসআইবি/২২