ইরান ও রাশিয়ার চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা: ইউটেলস্যাটের ক্ষতি কয়েক মিলিয়ন ইউরো
(last modified Thu, 22 Dec 2022 11:34:51 GMT )
ডিসেম্বর ২২, ২০২২ ১৭:৩৪ Asia/Dhaka
  • ইউটেলস্যাট
    ইউটেলস্যাট

ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট কয়েক মিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছে। ইরান ও রাশিয়ার টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার কারণে ওই ক্ষতি গুণতে হচ্ছে ইউটেলস্যাট কোম্পানিকে।

ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ পর ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল ‘প্রেস টিভি’র সম্প্রচার বন্ধ করে দেয়।

গত ১৪ নভেম্বর ২০২২ তারিখে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সাথে সম্পর্কিত চ্যানেলের সম্প্রচার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। গণতন্ত্রকে সমর্থন করার অজুহাত দেখিয়ে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি ইংরেজি ভাষার টিভি চ্যানেল "প্রেস টিভি"র সম্প্রচারও বন্ধ করে তারা।

সম্প্রতি ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট ঘোষণা করেছে, ইরান ও রাশিয়ার কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার স্থগিত করার ফলে কোম্পানিটির  বার্ষিক আয়ের ক্ষতি হবে ১ থেকে দেড় কোটি ইউরোর মতো। ইউটেলস্যাট এক বিবৃতিতে জানিয়েছে, তারা তিনটি রুশ চ্যানেল এবং ইরানের সকল জাতীয় সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

ইউটেলস্যাট কোম্পানির সম্প্রচার বন্ধ করার পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত সকল আন্তর্জাতিক রীতি-নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার কার্যক্রমের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের চ্যানেলগুলোসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে যারা দাবি করে তারাই ওইসব নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখছে বলে বার্তা সংস্থাটি জানায়।#  

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ