ফিলিস্তিনে দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে চিলি: প্রেসিডেন্ট বোরিক
-
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি চিলিতে বসবাস করে তার মধ্যে ফিলিস্তিন সবার শীর্ষে রয়েছে। এজন্য ফিলিস্তিনে দূতাবাস খোলার বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করবেন তিনি।
চিলিতে বসবাসকারী ফিলিস্তিনি সম্প্রদায়ের ক্রিসমাস অনুষ্ঠানে বামপন্থী প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। চিলিতে বসবাসকারী ফিলিস্তিনির সংখ্যা তিন লাখেরও বেশি।
প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, “সরকার হিসেবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যা এখনো প্রকাশ করা হয়নি সেটি হচ্ছে ফিলিস্তিনে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। আমরা ফিলিস্তিনে একটি দূতাবাস চালু করব।”
অনুষ্ঠানে চিলির প্রেসিডেন্টের জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনি এমন একটি জাতি যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, প্রতিরোধ করছে এবং তাদের একটি ইতিহাস আছে।”
এর আগে ১৯৯৮ সালে চিলি ফিলিস্তিনের রামাল্লা শহরে একটি প্রতিনিধিত্বমূলক অফিস চালু করে এবং ২০১১ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ইউনেস্কোতে যোগ দেয়ার পক্ষে ভোট দেয়। চিলির রাজধানী স্যান্টিয়াগোতে ফিলিস্তিনের একটি দূতাবাস রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।