রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০
https://parstoday.ir/bn/news/world-i117566-রাশিয়ার_সাইবেরিয়া_অঞ্চলে_একটি_বৃদ্ধাশ্রমে_অগ্নিকাণ্ড_নিহত_অন্তত_২০
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ (শনিবার) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ারফাইটার ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে  ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১৪:১৩ Asia/Dhaka
  • রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ (শনিবার) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ারফাইটার ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে  ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির মালিক স্থানীয় একজন খ্রিস্টান পাদ্রী এবং ভবনটি সঠিক নিয়ম মেনে বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহৃত হচ্ছিল না।

স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয় এবং খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ২৮টি গাড়ি ও ৮০ জন ফায়ার ফাইটার ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের জন্য বৈদ্যুতিক গোলযোগকে দায়ী করছেন স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে- ভবন গরম রাখার জন্য যে সমস্ত হিটার ব্যবহার করা হয়েছে তাতে সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি।

এর আগেও কয়েকবার কেমেরোভো শহরে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে শহরটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৪