ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন গবেষণার রুশ দাবি; নতুন নথিতে নানা প্রমাণ
(last modified Sun, 25 Dec 2022 06:26:09 GMT )
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:২৬ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিরক্ষা হুমকি হ্রাস বিষয়ক সংস্থা বা ডিট্রা'র জীবাণু গবেষণা সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার হস্তগত হয়েছে।

ইউক্রেনের জীবাণু গবেষণা কেন্দ্রগুলোতে আমেরিকা যেসব তৎপরতা চালিয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে এই প্রতিবেদনে। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন গবেষকরা ইউক্রেনে এমন কিছু উপাদান নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন যা মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে দিতে পারে।

এ প্রসঙ্গে রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলোভ গতকাল (শনিবার) বলেছেন, পেন্টাগনের যে প্রতিবেদনটি তাদের হস্তগত হয়েছে তাতে জীবাণু গবেষণা সংক্রান্ত তৎপরতায় জড়িত ব্যক্তিদের নাম, পদবী এবং গবেষণাকেন্দ্রের তালিকা রয়েছে। আমেরিকার ভয়াবহ তৎপরতা সংক্রান্ত এই প্রতিবেদনটি রাশিয়া ফাঁস করবে বলে তিনি জানিয়েছেন। এতে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন তৎপরতার নানা প্রমাণ রয়েছে বলে জানান এই কমান্ডার।

পেন্টাগনের ঐ নথিতে এটাও স্পষ্ট যে, ইউক্রেনের গবেষণা কেন্দ্রগুলোতে আমেরিকা রোগ সংক্রামক মারাত্মক জীবাণু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও সেখানে সঠিক কোনো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না।

জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকামিতসুও স্বীকার করেছেন, ইউক্রেনে জীবাণু অস্ত্র বিষয়ক তৎপরতায় এ সংক্রান্ত কনভেনশনের দিকনির্দেশনা অনুযায়ী উপযুক্ত পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।   

অনেক দিন ধরেই মস্কো অভিযোগ করে আসছে যে, রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করতে  ইউক্রেনে মারাত্মক সংক্রামক জীবাণু নিয়ে কাজ করছে মার্কিন সামরিক বাহিনী। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও গেছে রাশিয়া। তবে সেখানে আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস করা সম্ভব হয়নি। 

নানা তথ্য-প্রমাণ থেকে জানা যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই নবগঠিত দেশগুলোতে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা জোরদার করে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনে এই তৎপরতা জোরদার করার উদ্দেশ্য ছিল প্রতিবেশী রাশিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করা। এ কারণে রাশিয়া অনেক আগে থেকেই এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছিল। কিন্তু এরপরও অবৈধভাবে ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছিল। অবশ্য আমেরিকা এ ধরণের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এ কারণে রাশিয়ার হস্তগত নতুন নথিপত্রকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বিস্তারিত নতুন নথিপত্র আন্তর্জাতিক ফোরামে আমেরিকার বিরুদ্ধে রুশ দাবির পক্ষে শক্ত দলিল হিসেবে গণ্য হতে পারে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ