পিকেকে অবস্থানের ওপর নতুন করে বিমান হামলা চালালো তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i11782-পিকেকে_অবস্থানের_ওপর_নতুন_করে_বিমান_হামলা_চালালো_তুরস্ক
তুরস্কের যুদ্ধবিমানগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে অবস্থানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে ১৩ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকির’এর কাছে এ বিমান হামলা চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০১৬ ০০:২৩ Asia/Dhaka
  • পিকেকে অবস্থানের ওপর নতুন করে বিমান হামলা চালালো তুরস্ক

তুরস্কের যুদ্ধবিমানগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে অবস্থানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে ১৩ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকির’এর কাছে এ বিমান হামলা চালানো হয়েছে।

তুর্কি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিমান গুলো সিরিত এবং হাককারি প্রদেশসহ উত্তরাঞ্চলীয় ইরাকে পিকেকে অবস্থানের ওপরও হামলা করেছে। শুক্রবার হাককারি প্রদেশে পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একই দিনে ভান প্রদেশে সন্ত্রাস বিরোধী পৃথক অভিযানে পিকেকে’র তিন গেরিলা নিহত হয়েছে।

আঙ্কারা গত কয়েক মাস ধরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পিকেকে বিরোধী বিশাল অভিযান পরিচালনা করছে। এ ছাড়া, উত্তরাঞ্চলীয় ইরাকেও পিকেকে’র অবস্থানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তুরস্ক।#

পার্সটুডে/মূসা রেজা/১২