তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি থেকে বিরত থাকুন: ওয়াশিংটনকে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i117836-তাইওয়ানের_কাছে_অস্ত্র_বিক্রি_থেকে_বিরত_থাকুন_ওয়াশিংটনকে_বেইজিং
তাইওয়ানের সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকতে এবং স্বশাসিত এই দ্বীপের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন গতকাল (শুক্রবার) বেইজিং-এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২২ ০৯:৪৫ Asia/Dhaka
  • তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি থেকে বিরত থাকুন: ওয়াশিংটনকে বেইজিং

তাইওয়ানের সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকতে এবং স্বশাসিত এই দ্বীপের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন গতকাল (শুক্রবার) বেইজিং-এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা সম্প্রতি তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে যে সিদ্ধান্ত দিয়েছেন সে সম্পর্কে ওয়েবিনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থ রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।” চীনা মুখপাত্র বলেন, বেইজিং সব সময় তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে এসেছে।

ওয়াং ওয়েবিন বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকার এবং তাইপের সঙ্গে যেকোনো ধরনের সামরিক যোগাযোগ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছে।

মার্কিন কংগ্রেসে গত সপ্তাহে ১.৬৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ বাজেট অনুমোদন দেয়া হয়। এর মধ্যে চলতি অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদসাপেক্ষে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রিতে সহায়তা বাবদ ২০০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ আমেরিকাকে ‘এক চীন’ নীতি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যে বিদ্যমান সম্পর্ককে স্বাভাবিক রাখার আহ্বান জানাচ্ছে। মার্কিন সরকার অতীতে ‘তাইওয়ানের স্বাধীনতা’র প্রতি সমর্থন না জানানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করার জন্য ওয়েবিন ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। #

পার্সটুডে/এমএমআই/৩১