‘যে পাশ্চাত্য আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হবো’
https://parstoday.ir/bn/news/world-i117884
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জনগণকে পাশ্চাত্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যে পাশ্চাত্য ‘রাশিয়াকে ধ্বংস’ করতে চেয়েছিল তার বিরুদ্ধে মস্কোর বিজয় অবশ্যম্ভাবী। ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদীদের’ বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ১০:১৬ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জনগণকে পাশ্চাত্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যে পাশ্চাত্য ‘রাশিয়াকে ধ্বংস’ করতে চেয়েছিল তার বিরুদ্ধে মস্কোর বিজয় অবশ্যম্ভাবী। ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদীদের’ বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।

পুতিনের রেকর্ড করা টেলিভিশন ভাষণটি গতকাল (শনিবার) রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়।ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, “পাশ্চাত্য শান্তির ব্যাপারে কপটতার আশ্রয় নিয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। আর এখন তারা রাশিয়াকে দুর্বল ও খণ্ড-বিখণ্ড করে ফেলার জন্য ইউক্রেন ও এর জনগণকে ব্যবহার করছে।”

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমরা অতীতে কখনও এটি মেনে নেইনি এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে কাউকে এটি করার অনুমতি দেব না।” ইউক্রেনে রুশ সেনারা ‘আমাদের মাতৃভূমি, সত্য ও ন্যায়বিচারের’ জন্য লড়াই করছে যাতে রাশিয়ার নিরাপত্তা সমুন্নত থাকে।

ইংরেজি নববর্ষ ২০২৩ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ভাষণ সম্প্রচারিত হয়।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ যখন ১১তম মাসে প্রবেশ করেছে তখন পুতিনের এ ভাষণ সম্প্রচারিত হলো যেখানে অভিযান শেষ করার কোনো ইঙ্গিত ছিল না। রাশিয়ার যেসব নাগরিক ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের এক হাত নিয়ে পুতিন বলেন, “বিগত বছরে অনেকগুলো বিষয় সবার সামনে স্পষ্ট হয়েছে। বিশ্বাসঘাতকতা ও কাপুরুষতা থেকে সাহস ও বীরত্বকে আলাদা করা সম্ভব হয়েছে।”#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।