ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
https://parstoday.ir/bn/news/world-i117894-ক্ষমতা_হস্তান্তর_অনুষ্ঠান_বর্জন_করলেন_ব্রাজিলের_প্রেসিডেন্ট_বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান বর্জন করে তিনি আমেরিকার ফ্লোরিডায় চলে গেছেন। আজই (রোববার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ১৪:১৪ Asia/Dhaka
  • বলসোনারো (বামে) ও লুলা ডি সিলভা (ডানে)
    বলসোনারো (বামে) ও লুলা ডি সিলভা (ডানে)

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান বর্জন করে তিনি আমেরিকার ফ্লোরিডায় চলে গেছেন। আজই (রোববার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে।

ডি সিলভা গত অক্টোবরের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নির্বাচনে হেরে বলসোনারো ফলাফল মেনে নিতে প্রথমে অস্বীকার করলেও পরে তা মেনে নেন তবে লুলা ডি সিলভার আজকের শপথ অনুষ্ঠান তিনি বর্জন করলেন।

গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, শনিবার সকালের দিকে তিনি ব্রাজিলের এয়ার ফোর্স বিমানে করে ফ্লোরিডার অরল্যান্ডোতে পৌঁছান। দেশ ছাড়ার আগে তিনি সমর্থকদের উদ্দেশ্যে একটি দুঃখ ভারাক্রান্ত বার্তা দিয়েছেন যাতে তিনি বলেছেন, যে নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তা ছিল অস্বচ্ছ। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, লুলা ডি সিলভার অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যামিলটন মোরাও জানিয়েছেন, বলসোনারো যদি ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত না থাকেন তাহলে তিনিও ডি সিলভাকে উত্তরীয় প্রদান করবেন না।#
পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।