উস্কানিমূলক’ বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন: পাকিস্তানকে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i118004-উস্কানিমূলক’_বক্তব্য_দেয়া_থেকে_বিরত_থাকুন_পাকিস্তানকে_তালেবান
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান সরকার পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৩ ১০:০৭ Asia/Dhaka
  • তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ
    তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানের বিরুদ্ধে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান সরকার পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি’র বৈঠক থেকে আফগানিস্তানের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর তালেবান সরকার এ প্রতিক্রিয়া জানিয়েছে। এনএসসির বৈঠক থেকে অভিযোগ করা হয়, পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানে নিজেদের জন্য অভয়ারণ্য তৈরি করেছে এবং তালেবান সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে ইসলামাবাদ সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেবে।

এছাড়া, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সাক্ষাৎকারে বলেছেন, কাবুল যথাযথ ব্যবস্থা না নিলে আফগানিস্তানের মাটিতে তেহরিকে তালিবান পাকিস্তানের ঘাঁটিতে হামলা চালাবে ইসলামাবাদ।

পাকিস্তানের এসব কড়া বক্তব্যের জবাবে জবিহউল্লাহ মুজাহিদ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি কর্মকর্তারা গত কয়েক দিন ধরে যেসব বক্তব্য দিয়েছেন তা ‘অত্যন্ত দুঃখজনক’।  তিনি দাবি করেন, আফগানিস্তানের ভূমি যাতে পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে না পারে সেজন্য তালেবান সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্য অর্জনে কাবুল অত্যন্ত আন্তরিক বলেও দাবি করেন মুজাহিদ। তিনি ‘ভিত্তিহীন ও উস্কানিমূলক’ বক্তব্য দেয়ার পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব পালন করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।