সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার প্রস্তুতি ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i118304-সংলাপের_মাধ্যমে_ইউক্রেন_সংকট_সমাধানে_রাশিয়ার_প্রস্তুতি_ঘোষণা
রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র বলেছেন: ইউক্রেন সংকট সংলাপের মাধ্যমে সমাধানে রাশিয়া প্রস্তুত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র বলেছেন: ইউক্রেন সংকট সংলাপের মাধ্যমে সমাধানে রাশিয়া প্রস্তুত।

বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, দিমিত্রি পেসকভ আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে দিয়েছেন। মোলুদ চাভুশুগ্লু বলেছেন মস্কো-কিয়েভ আলোচনাকে সমর্থন জানাবে তুরস্ক। তারই পরিপ্রেক্ষিতে পেসকভ বলেছেন: রাশিয়া সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও এই প্রস্তুতির কথা বহুবার উচ্চারণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র আরও বলেন, নিঃসন্দেহে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে লক্ষ্য অর্জনই আমাদের পছন্দনীয় বিকল্প। পেসকভ বলেন, ইউক্রেনের আইন তাদের প্রেসিডেন্টকে রাশিয়ার সঙ্গে যে-কোনো ধরনের যোগাযোগের পথে বাধা তৈরি করে রেখেছে। অপরদিকে পশ্চিমারাও কিয়েভকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। কাজেই কিয়েভ-মস্কো আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, মস্কোর সঙ্গে আলোচনা শুরু করার জন্য কিয়েভের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ইউক্রেনের সমস্ত অঞ্চল থেকে রুশ বাহিনী প্রত্যাহার করা।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।