পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করেনি: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i118386-পাশ্চাত্য_এখন_পর্যন্ত_বিশ্বের_কোনো_দেশের_সমস্যার_সমাধান_করেনি_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করতে পারেনি। তার মতে, অন্য দেশের সমস্যার সমাধান করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। প্রেসিডেন্ট রায়িসি এ প্রসঙ্গে বলেন, তারা যেদেশেই গেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য গেছে। কোনো দেশের সমস্যা সমাধানের উদ্দেশ্য তাদের ছিল না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৩ ১৬:২২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট (ডানে)
    ইরানের প্রেসিডেন্ট (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করতে পারেনি। তার মতে, অন্য দেশের সমস্যার সমাধান করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। প্রেসিডেন্ট রায়িসি এ প্রসঙ্গে বলেন, তারা যেদেশেই গেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য গেছে। কোনো দেশের সমস্যা সমাধানের উদ্দেশ্য তাদের ছিল না।

আজ (শুক্রবার) মধ্য ইরানের ইয়ায্‌দ প্রদেশের খাতাম শহরে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট রায়িসি আরও বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো আগে যেখানেই যেত সেখানেই বলত তারা ঐ দেশকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য সেখানে গেছে, কিন্তু এখন তারা আর রাখঢাক করে না। এখন তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অন্য দেশে গেছে।

ইরানি জাতি বিশেষকরে ইরানি তরুণরাই নিজেদের সমস্যার সমাধান করবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন।

তিনি বলেন, আমেরিকা প্রকাশ্যে এই অঞ্চলের দেশগুলোকে অপমান করে। এর একটি উদাহরণ হলো, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে 'দুধেল গাভী' হিসেবে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট রায়িসি ইরানিদের ধর্মীয় ও জাতীয় পরিচয়কে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাল হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সরকার ও প্রশাসন বিদ্যমান সক্ষমতাকে সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর চেষ্টা করছে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।