এবার বাইডেনের বাড়ি থেকে গোপনীয় নথিপত্র উদ্ধার
(last modified Sun, 15 Jan 2023 08:31:19 GMT )
জানুয়ারি ১৫, ২০২৩ ১৪:৩১ Asia/Dhaka
  • বাইডেন
    বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে এবার রাষ্ট্রীয় গোপন নথিপত্র উদ্ধার করা হয়েছে। হোয়াইট হাউজের একজন আইনজীবী জানিয়েছেন, গতকাল (শনিবার) প্রেসিডেন্টের বাড়ি থেকে পাঁচ পৃষ্ঠার একটি গোপনীয় নথি উদ্ধার করা হয়।

এর আগে দুই দফায় বাইডেনের সাবেক ব্যক্তিগত অফিস থেকে গোপনীয় নথিপত্র উদ্ধার করা হয়েছিল। সাংবাদিকদের কাছে আইনজীবী রিসার্চ সাওবার বলেন, তিনি এক পৃষ্ঠার একটি গোপন তথ্য আনার জন্য বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে যান কিন্তু সেখানে তিনি আরো একটি পাঁচ পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি পান।

এ সময় সাওবারের সঙ্গে থাকা মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা সেটি তাৎক্ষণিকভাবে নিজেদের কাছে নিয়ে নেন।সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাইডেন। গোপন নথিগুলো সেই সময়কার। আইন অনুযায়ী, চাকরি শেষ হলে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাপ্তরিক নথি ও গোপন দলিলপত্র জমা দিতে হয়।

তবে বাইডেনের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ শেষের পরও এসব নথি জমা দেয়া হয়নি।তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সিবিএস টেলিভিশন জানিয়েছে, বাইডেনের অফিস ও বাসা থেকে প্রায় ২০টি নথি উদ্ধার করা হয়। এর মধ্যে অফিসে পাওয়া প্রায় ১০টি নথির মধ্যে ছিল ‘অতিগোপনীয়’ নথিগুলো। তার ডেলাওয়ারের বাসায়ও প্রায় ১০টি নথি পাওয়া গেছে, তবে সেগুলো অতিগোপনীয় নয়।

বলা হচ্ছে, অতিগোপনীয় নথিগুলো কোনোভাবে ফাঁস হয়ে গেলে ‘ভয়াবহ ক্ষতি’ হতে পারত।এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার ব্যক্তিগত এক কার্যালয় থেকে যেসব রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের কথা বলা হচ্ছে, সেগুলোতে আসলে কী আছে, তা তিনি জানেন না। তিনি এমন কথা বললেও থেমে নেই বিরোধী রিপাবলিকান দল।

তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা নথি নিয়ে তদন্ত হলে বাইডেনের বিষয়েও তদন্ত হতে হবে। বিষয়টিকে তারা ট্রাম্পের ঘটনার সাথে এক করে দেখছেন। এ নিয়ে মার্কিন রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ