নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব ছাড়ছেন জাসিন্ডা আরডেন
(last modified Thu, 19 Jan 2023 13:16:55 GMT )
জানুয়ারি ১৯, ২০২৩ ১৯:১৬ Asia/Dhaka
  • জাসিন্ডা আরডেন
    জাসিন্ডা আরডেন

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের তুখোড় জনপ্রিয় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন। তিনি বলেছেন, গত ছয় বছর দায়িত্ব পালন করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, দেশকে নেতৃত্ব দিতে তার আর যথেষ্ট শক্তি নেই।

এরই মধ্যে তিনি এই পদে ছয় বছর কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে যেসব প্রাণহানি হয়েছে তার বিস্তারিত বলতে গিয়ে তিনি বাষ্পরুদ্ধ হয়ে পড়েন। বিশেষ করে ক্রাইস্ট চার্চে মুসলিমদের ওপর সন্ত্রাসী টেরেন্টের ভয়াবহ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সে সময় তিনি যেভাবে মুসলিমদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তা বিশ্বের কাছে এক নজির হয়ে আছে। পদ থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। তিনি জাসিন্ডাকে বুদ্ধিমতী, শক্তিশালী এবং সহানুভূতিশীল হিসেবে আখ্যায়িত করেন।

আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তিনি লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করবেন। তারপর কে হবেন প্রধানমন্ত্রী তা নির্ধারিত হবে সামনের দিনগুলোতে। ওদিকে দেশটিতে জাতীয় নির্বাচন হবে আগামী ১৪ই অক্টোবর। জাসিন্দা আরডেনের বয়স এখন ৪২ বছর। তিনি বলেছেন, গ্রীষ্মের অবকাশের সময় ভবিষ্যত নিয়ে তিনি চিন্তাভাবনা করে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মাত্র ৩৭ বছর বয়সে ২০১৭ সালে নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সী নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাসিন্ডা। পরের বছরই তিনি প্রধানমন্ত্রী থাকাকালে প্রথম সন্তানের জন্ম হয়।#
পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।