জানুয়ারি ২৪, ২০২৩ ১৯:৩০ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ইরান ও বৃটেনের যৌথ মালিকানাধীন গ্যাসক্ষেত্র

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং বৃটেনের মালিকানাধীন রাহম গ্যাসক্ষেত্র আবারো মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে। উত্তর সাগরে অবস্থিত এই গ্যাসক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের শতকরা ৫০ ভাগের মালিক ইরান।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে তৎকালীন রেজা শাহের সরকার এই গ্যাসক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে।কথিত পরমাণু ইস্যুতে ইরানের ওপর আমেরিকা ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু সেরিকা এনার্জি নামে এই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত রয়েছে। রাহম গ্যাসক্ষেত্রে বৃটেনের সেরিকা কোম্পানি বাকি ৫০ ভাগ অর্থ বিনিয়োগ করেছে।

এই কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তাদের সঙ্গে যুক্ত সমস্ত কোম্পানি আমেরিকার নিষেধাজ্ঞা থেকে আবারও ছাড় পেয়েছে, যার প্রেক্ষাপটে তারা সবাই আমেরিকার শাস্তির বিষয়ে কোনরকমের ভয়-ভীতি ও শঙ্কা ছাড়াই তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে।

সেরিকে কোম্পানির প্রধান নির্বাহী মিচ ফ্লেগ ব্রিটিশ সরকার এবং দেশের নিয়ন্ত্রক সংস্থার প্রতি নিষেধাজ্ঞা এড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।ব্রিটেনে যত গ্যাস উৎপাদন করা হয় তার শতকরা পাঁচ ভাগ এই সেরিকা কোম্পানি উৎপাদন করে।

চলতি বছর জ্বালানি সংকটের মধ্যে কোম্পানিটি শতকরা ৫০ থেকে ৮০ভা গ উৎপাদন বাড়াবে এবং ২০২৫ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ