পবিত্র কুরআন অবমাননা বন্ধে ইউরোপের প্রতি রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i119192-পবিত্র_কুরআন_অবমাননা_বন্ধে_ইউরোপের_প্রতি_রাশিয়ার_আহ্বান
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো ইউরোপে পবিত্র কুরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন। সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডের উগ্রপন্থীরা পবিত্র কুরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানালেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka
  • ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো
    ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো ইউরোপে পবিত্র কুরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন। সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডের উগ্রপন্থীরা পবিত্র কুরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানালেন।

রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ইউরোপের সংসদগুলোকে এ বিষয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কুরআন পোড়ানোর পদক্ষেপের নিন্দা জানান এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

ডেনমার্কে রুশ দূতাবাসের কাছে কুরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্ম অবমাননা অপরাধ। বিবেকের অধিকারী প্রতিটি সরকারের উচিত কুরআন অবমাননার নিন্দা জানিয়ে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়া। এ ধরণের উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িত দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে এনে এর প্রতিবাদ জানানো উচিত বলে জানান রাশিয়ার এই ব্যক্তিত্ব।

সম্প্রতি ইউরোপের তিনটি দেশে কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিবাদ জানিয়েছে। ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন।#     

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।