রাশিয়ার পক্ষ থেকে জবাব কী হবে তা জানালেন ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i119198-রাশিয়ার_পক্ষ_থেকে_জবাব_কী_হবে_তা_জানালেন_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া হয় তাহলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে আরো অভিযান চালানো হবে এবং তাদেরকে রাশিয়ার সীমান্ত থেকে আরো গভীরে ঠেলে দেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া হয় তাহলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে আরো অভিযান চালানো হবে এবং তাদেরকে রাশিয়ার সীমান্ত থেকে আরো গভীরে ঠেলে দেয়া হবে।

ল্যাভরভ বলেন, ইউক্রেনের পশ্চিমা মদতদাতারা দিন দিন এই সংঘাতের প্রত্যেকটি পদক্ষেপে জড়িয়ে যাচ্ছে এবং রাশিয়াও প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে।রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন আমাদের সামনের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বাহিনীকে এমন দূরত্বের ঠেলে দেয়া যেখান থেকে তারা আমাদের ভূখণ্ডের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে না পারে।”

তিনি বলেন, “কিয়েভের কাছে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করার অর্থ হচ্ছে নতুন করে এর জবাবে আমাদের সেনা পাঠাতে হবে।

”মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন সর্বশেষ ইউক্রেনের জন্য যে সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে তাতে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্বস, রকেট আর্টিলারি এবং ১৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।