ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৯:৪০ Asia/Dhaka
  • মস্কোয় মার্কিন দূতাবাস
    মস্কোয় মার্কিন দূতাবাস

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ প্রসঙ্গে মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা ভুয়া খবর প্রচার করছে বলে অভিযোগ করেছে রুশ সরকার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়াবলীতে হস্তক্ষেপ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন দূতাবাসে একটি লিখিত প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে।

প্রতিবাদ লিপিতে মস্কোয় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যু নাক না গলাতে কঠোর বার্তা দেয়া হয়েছে বলে তাস জানিয়েছে। লিখিত বার্তায় ট্রেসিকে স্পষ্ট করে বলা হয়েছে, তিনি যেন ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে কঠোরভাবে রাশিয়ার আইন মেনে চলেন।

ওই প্রতিবাদলিপিতে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে ‘অসঙ্গত’ উক্তি করার জন্য মার্কিন কূটনীতিকদের অভিযুক্ত করা হয়। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কোনো মার্কিন কূটনীতিক ‘নাশকতামূলক তৎপরতায়’ জড়িয়ে পড়লে তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে।

বিগত কয়েক মাসে রাশিয়া বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘোষণা করে তাদেরকে বহিষ্কার করেছে। তবে তাদের প্রায় সবাইকে বহিষ্কার করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে ওয়াশিংটন বা নিউ ইয়র্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতদের সঙ্গে একই ধরনের আচরণ করার পর।

রাশিয়া গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির পার্লামেন্ট একটি আইন পাস করে। ওই আইনে রাশিয়ার ইউক্রেন অভিযান সম্পর্কে ইচ্ছাকৃতভাবে কোনো ভুয়া তথ্য ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

ট্যাগ