পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩০; আহত ১৫
https://parstoday.ir/bn/news/world-i119430-পাকিস্তানে_বাস_দুর্ঘটনায়_নিহত_অন্তত_৩০_আহত_১৫
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৯:৪৮ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ
    শাহবাজ শরীফ

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

প্রদেশের কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় একটি বাস ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বাসটি গভীর গিরিখাতে পড়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।

কারাকোরাম হচ্ছে ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্ত সংলগ্ন একটি মহাসড়ক। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি দেশকে সংযোগকারী মহাসড়ক যা কাশ্মীর থেকে শুরু হয়ে হিমালয় পর্বত এবং পশ্চিম চীনকে সংযুক্ত করেছে।
গত সপ্তাহে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়। ওই বাসে নারী ও শিশুসহ মোট ৪৪ জন যাত্রী ছিল। বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

পাকিস্তানে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। সাধারণত দেশের ট্রাফিক সিস্টেম অমান্য করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।