ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেল
https://parstoday.ir/bn/news/world-i119482-ভয়াবহ_ভূমিকম্পে_সিরিয়া_ও_তুরস্ক_মৃতের_সংখ্যা_২১_হাজার_ছাড়িয়ে_গেল
তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা এ পর্যন্ত ২১ হাজার ছাড়িয়ে গেছে। গত সোমবার ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এরইমধ্যে প্রায় চার দিন পার হওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা আটকা পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:০০ Asia/Dhaka
  • ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেল

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা এ পর্যন্ত ২১ হাজার ছাড়িয়ে গেছে। গত সোমবার ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এরইমধ্যে প্রায় চার দিন পার হওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা আটকা পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এ পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জন নিহত এবং ৬৩ হাজার আহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিন হাজার ৩৭৭টি এবং আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার।

গতকাল প্রথমবারের মতো জাতিসংঘের বিশেষ ত্রাণবহর সিরিয়ায় প্রবেশ করেছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেয়ার পেডারসন বলেছেন, সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার যেখানে উদ্ধার এবং ত্রাণ বিতরণ প্রয়োজন কোনরকমের রাজনৈতিক বাছ-বিচার না করেই তা করা হবে। তিনি বলেন, সিরিয়ায় উদ্ধার এবং ত্রাণ-তৎপরতা দ্রুত, সরাসরি এবং সবচেয়ে বেশি কার্যকর উপায়ে করা জরুরি।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা থাকার কারণে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেখানে বিশ্বের তেমন কোনো দেশ ত্রাণ ও উদ্ধারকারী  দল পাঠায়নি। এ অবস্থায় সিরিয়া সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা করার আহ্বান জানায়।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গতকাল বলেছেন, তিনি সিরিয়ার পথে রয়েছেন। অন্যদিকে, ভূমিকম্পের পর থেকেই তুরস্ক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমে ব্যাপক সহযোগিতা পাচ্ছে। তবে দুটি দেশেই প্রচণ্ড ঠাণ্ডা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১০