জবাব দিতে রাশিয়াকে অবশ্যই ট্যাংক উৎপাদন জোরদার করতে হবে: মেদভেদেভ
https://parstoday.ir/bn/news/world-i119494-জবাব_দিতে_রাশিয়াকে_অবশ্যই_ট্যাংক_উৎপাদন_জোরদার_করতে_হবে_মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেহেতু ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সে কারণে রাশিয়াকে অবশ্যই ট্যাংক উৎপাদন জোরদার করতে হবে। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৬:৫৭ Asia/Dhaka
  • মেদভেদেভ
    মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেহেতু ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সে কারণে রাশিয়াকে অবশ্যই ট্যাংক উৎপাদন জোরদার করতে হবে। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে উন্নত ট্যাংকসহ নানা ধরনের অস্ত্র সরবরাহ জোরদার করার প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে ট্যাংক উৎপাদন জোরদার করা হবে তাদের জন্য উত্তম জবাব।

মেদভেদেভ বলেন, "আমরা যতটা জানি আমাদের শত্রু তার পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ট্যাংক দেয়ার আবেদন জানিয়েছেন। কিভাবে এর জবাব দেওয়া উচিত? এ অবস্থায় আমাদের পক্ষে বিভিন্ন ধরনের অস্ত্র এবং ট্যাংক উৎপাদন জোরদার করাই হবে খুব পরিষ্কার এবং স্বাভাবিক পদক্ষেপ।”

ভলোদিমির জেলেনস্কি যখন ব্রিটেন ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন এবং এসব দেশের কাছে যুদ্ধবিমান সরবরাহ করার অনুরোধ জানাচ্ছেন তখন মেদভেদেভ এই কথা বললেন।
ইউরোপ সফরের অংশ হিসেবে প্রথম জেলেনস্কি বুধবার ব্রিটেন সফরে যান এবং দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন।

তিনি ওইদিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেন এবং রাজা চার্লসের সঙ্গে দেখা করেন। এরপর তিনি ফ্রান্স সফরে যান এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে তিনি গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে গেছেন এবং ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।