তিউনিশিয়ার সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে শতকরা ৬৩ ভাগ
(last modified Mon, 13 Feb 2023 08:14:11 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৪:১৪ Asia/Dhaka
  • রুশ-তিউনিশিয়া বাণিজ্য
    রুশ-তিউনিশিয়া বাণিজ্য

রাশিয়া এবং উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্যিক লেনদেন বেড়েছে শতকরা ৬৩ ভাগ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়েছে। 

নিউনিসিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জলোতোভ গতকাল (রোববার) রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তার তথ্য অনুসারে, তিউনিসিয়া এবং রাশিয়ার মধ্যে গত বছর ৬৯ কোটি ২০ লাখ ডলারের বাণিজ্য হয়েছে এবং আশা করা হচ্ছে বাণিজ্যের এই পরিমাণ আরও বাড়বে। তিনি জানান, খাদ্য এবং বস্ত্রপণ্যসহ তিউনিসিয়ার বিভিন্ন পণ্য বাণিজ্যিকভাবে রাশিয়ার জন্য লাভজনক এবং খুব সহজেই তা রাশিয়ার বাজারে ইউরোপীয় পণ্যের শূন্যস্থান পূরণ করতে পারে। 
জলোতোভ বলেন, বহুল পরিচিত কৃত্রিম বাধা সত্বেও ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বব্যাপী বর্তমান জটিল পরিস্থিতির মধ্যেও রাশিয়া সফলতার সঙ্গে এ ধরনের সহযোগিতা করার ক্ষমতা রাখে এটি তার নিশ্চিত প্রমাণ।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, দুই দেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে লজিস্টিক সার্ভিসের উন্নতির সম্ভাবনা নিয়ে আলোচনার পরিকল্পনা করেছে। পাশাপাশি নিকট ভবিষ্যতে পণ্য সরবরাহের পরিধিও বাড়ানোর চিন্তা রয়েছে। রুশ রাষ্ট্রদূত আশা করছেন, রাশিয়া থেকে তিউনিসিয়ায় পর্যটকের সংখ্যা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ