ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে, সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি
https://parstoday.ir/bn/news/world-i119876-ইসরাইলের_পর্যবেক্ষকের_মর্যাদা_স্থগিত_করা_হয়েছে_সম্মেলনেও_আমন্ত্রণ_জানানো_হয়নি
আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, ৫৫ জাতির এই সংস্থায় ইহুদিবাদী ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল তাতে ইসরাইলি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৪:০৩ Asia/Dhaka
  • আফ্রিকান ইউনিয়ন
    আফ্রিকান ইউনিয়ন

আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, ৫৫ জাতির এই সংস্থায় ইহুদিবাদী ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল তাতে ইসরাইলি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়নি।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মাহামাত গতকাল এই তথ্য জানিয়েছেন। ইথিওপিয়া রাজধানী আদ্দিস আবাবার সম্মেলন কেন্দ্র থেকে ইহুদিবাদী ইজরাইলের প্রতিনিধি দলকে বহিষ্কারের একদিন পর তিনি এই তথ্য জানালেন।

২০২১ সালে ফাকি ইহুদিবাদী ইসরাইল সরকারকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিলেন তবে এই পদক্ষেপে আফ্রিকান জোটে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিভা জানানো হয়। এ কারণে আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরাইলের প্রবেশাধিকারের বিষয় নিয়ে গত বছর বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল।

এই প্রসঙ্গে উল্লেখ করে ফাকি বলেন, “এ থেকে পরিষ্কার হয় যে, ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত কমিটি তাদের ফলাফল না জানাবে ততক্ষণ পর্যন্ত ইসরাইল পর্যবেক্ষকের মর্যাদা পাবে না। ফলে আমরা ইসরাইলি কর্মকর্তাদেরকে আমাদের সম্মেলনে আমন্ত্রণ জানাইনি।”

ফাকি বলেন, কিভাবে ইসরাইলি প্রতিনিধিদল এই সম্মেলনে উপস্থিত হলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সম্মেলন স্থল থেকে শনিবার ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেয়ার ঘটনায় তেলাবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন নিরাপত্তা রক্ষী ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন স্থল থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। ইসরাইল বলেছে, দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়ার মতো কয়েকটি উগ্রপন্থী দেশ এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে।

দক্ষিণ আফ্রিকা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়নি। ফলে তারা এই সম্মেলনে উপস্থিত হতে পারে না। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকা নাকি আলজেরিয়া জড়িত সেটি বড় কথা নয় বরং বিষয়টি নীতির প্রশ্ন।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।