দুই মাস বাংকারের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি
https://parstoday.ir/bn/news/world-i119894
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি বাংকারের মধ্যে ছিলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর প্রাণভয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে লন্ডনের টাইমস পত্রিকা খবর দিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট জেলেনস্কি
    প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি বাংকারের মধ্যে ছিলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর প্রাণভয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে লন্ডনের টাইমস পত্রিকা খবর দিয়েছে। 

এতে বলা হয়েছে, রাশিয়ার অভিযান শুরু হলে জেলেনস্কি দুই সপ্তাহের জন্য বাঙ্কারে থাকার পরিকল্পনা নেন কিন্তু পরে তিনি প্রাণভয়ে দুই মাস বাঙ্কারে অবস্থান করেন। এ সময় তাকে মারাত্মক রকমের কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে।
ব্রিটিশ পত্রিকাটি বলছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন সরকার দ্রুতই রাজধানী কিয়েভের বাংকোভায়া স্ট্রিটে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে একটি নিরাপদ আশ্রয় নির্মাণ করে। এই বাঙ্কারের চারপাশ জুড়ে এত বেশি গোপনীয়তা অবলম্বন করা হয় যে প্রেসিডেন্টের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা থাকতেন তাদের সবার কাছ থেকে নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে সই নেয়া হয়। এই চুক্তি অনুসারে কেউই প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান এবং এই বাঙ্কারের কথা প্রকাশ করতে পারবে না। চুক্তিতে শেল্টারের নকশা, অবস্থান, সুযোগ সুবিধা এমনকি কী খাদ্য দেয়া হয়- সে সম্পর্কিত যেকোন তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়।
ইউক্রেনের খাদ্যমন্ত্রী নিকোলাই সলস্কি টাইমস পত্রিকাকে জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেলে বাঙ্কারের মধ্যে অবস্থান করা জেলেনস্কি এবং তার সহযোগীরা মারাত্মকভাবে ভীত হয়ে পড়েন এবং কথাবার্তা বলা কমিয়ে দেন।#
পার্সটুডে/এসআইবি/‌এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।