'মিয়ানমার সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ভারত'
(last modified Thu, 23 Feb 2023 13:09:16 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৯:০৯ Asia/Dhaka
  • মিয়ানমারের প্রধান ক্ষমতাধর ব্যক্তি মিন অং হ্লাইং
    মিয়ানমারের প্রধান ক্ষমতাধর ব্যক্তি মিন অং হ্লাইং

মিয়ানমার সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করেছে ভারত। গত দুই বছর ধরেই দুই দেশের মধ্যে গভীর সামরিক সম্পর্ক বজায় রয়েছে। ভারতের দু'টি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রি এশিয়া রেডিও।

এই গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত গত দুই বছরে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

২০২১ সাল থেকে এ পর্যন্ত অন্তত চার দফায় মিয়ানমারের কাছে সমরাস্ত্র বিক্রি করেছে নয়া দিল্লি। এসব অস্ত্রের মধ্যে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই মিয়ানমারের কাছে ভারতের সামরিক সরঞ্জাম বিক্রির খবরে নানা মহলে সমালোচনা চলছে।

নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভারতের প্রতিবেশী নীতি বিশেষজ্ঞ কে. ইওমে এর আগে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ থাকলেও ভারত আছে মিয়ানমার সরকারের সঙ্গে।

২০১৩ সালেই অস্ত্র সরবরাহের জন্য ভারতের সঙ্গে আলোচনা করে মিয়ানমার। এরপরই সরবরাহ করা হয় অস্ত্র। সে সময় মিয়ানমার সেনাবাহিনীর কাছে সরবরাহ করা অস্ত্রের মধ্য ছিল বন্দুক, রাডারসহ নানা অস্ত্র।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ