ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উক্তি
‘আমেরিকার আচরণে পরিবর্তন না আসলে নিউ স্টার্ট চুক্তিতে ফিরবে না রাশিয়া’
রাশিয়া বলেছে, দেশটি কেবল তখনই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসবে যখন ওয়াশিংটন মস্কোর দাবি-দাওয়ার প্রতি মনোনিবেশ করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার ইজভেস্তিয়া দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ শর্ত জুড়ে দিয়েছেন। সাক্ষাৎকারটি আজ (মঙ্গলবার) প্রকাশিত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার ওই চুক্তিতে তার দেশের অংশগ্রহণ স্থগিত করেন। ২০১০ সালে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
চুক্তি অনুযায়ী, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১,৫৫০টি পরমাণু অস্ত্র মোতায়েন রাখতে বাধ্য ছিল। এই পরিমাণ পরমাণু অস্ত্র বিশ্বের এই ধরনের মোট গণবিধ্বংসী অস্ত্রের শতকরা ৯০ ভাগ। এছাড়া, ওই চুক্তিতে রাশিয়া ও আমেরিকা নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানকে ৭০০টির মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল।
চুক্তিতে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনার ব্যাপারে পেসকভ বলেন, মস্কোর ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সামষ্টিক আচরণে পরিবর্তন আসতে হবে। তিনি বলেন, একটি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে আরেকটি দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
পশ্চিমা দুনিয়া রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করছে বলে রাশিয়া দীর্ঘদিন ধরে যেকথা বলে এসেছে, পেসকভ সেকথার প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করলেন।
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিন নিউ স্টার্ট চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করেছিল। মস্কো বলেছিল, আমেরিকা চুক্তিটির ধারাগুলো পুরোপুরি মেনে চলছে না বরং উল্টো রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে টার্গেট করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য একথাও বলেছিল, চুক্তিটি স্থগিত রাখা সত্ত্বেও এতে পরমাণু অস্ত্রের সংখ্যার ওপর যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা মস্কো মেনে চলবে।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।