ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i120410-ইউক্রেন_যুদ্ধে_ন্যাটো_জোটের_জড়িত_হওয়ার_বিরুদ্ধে_জার্মানি_ও_অস্ট্রিয়ায়_বিক্ষোভ
ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৬, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka

ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

যুদ্ধে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বহু সংখ্যক মানুষ বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন। এ সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিক্ষোভকারীরা ইউক্রেন যুদ্ধ থেকে অস্ট্রিয়াকে নিরপেক্ষ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে এই দাবি সংবলিত প্রচুর ব্যানার এবং ফেস্টুন দেখা যায়।

বিক্ষোভে অংশ নেয়া ভিয়েনার এক বাসিন্দা বলেন, অস্ট্রিয়া নিরপেক্ষ রয়েছে এবং তাকে এই যুদ্ধে নিরপেক্ষই থাকতে হবে। আমরা কোনমতে এই যুদ্ধে জড়িত হতে চাই না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তাই আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছি। প্রকৃতপক্ষে এভাবে ইউক্রেনে শান্তি আসবে না।   

এদিকে, একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির কেমনিৎজ শহরে। এ বিক্ষোভ থেকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের আহ্বান জানানো হয়। 

ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার বিরুদ্ধে রাশিয়া বার বার সতর্ক করে আসছে কিন্তু তাতে কান দিচ্ছে না পশ্চিমা দেশগুলো। এই পর্যন্ত তারা ইউক্রেন যুদ্ধে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬