ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i120712-ইউক্রেন_থেকে_খাদ্যশস্য_রপ্তানি_চুক্তির_মেয়াদ_বাড়ালো_রাশিয়া
কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া আরো তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আজ (মঙ্গলবার) রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকসান্দ্রা গুরুশকো একথা জানান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  •  ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া আরো তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আজ (মঙ্গলবার) রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকসান্দ্রা গুরুশকো একথা জানান। 

বিশ্বব্যাপী খাদ্য সংকটের ভয়াবহতা চিন্তা করে রাশিয়া এই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে তবে দেশটির সার ও খাদ্যশস্য রপ্তানির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় মস্কো মোটেই সন্তুষ্ট হতে পারেনি বলে রুশ মন্ত্রী জানান। 
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বি হয়ে পড়ে। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।
গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ বা বিএসজিআই নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে। তবে মস্কোর অভিযোগ, বিএসজিআই চুক্তির মূল সুবিধাভোগী ইউরোপের দেশগুলো। কেননা, ইউক্রেন থেকে রপ্তানি করা শস্যের বেশির ভাগ গেছে এ অঞ্চলের দেশগুলোয়। অন্যদিকে, গরিব ও অনুন্নত দেশগুলো এ শস্যের ভাগ খুব কমই পেয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ এক দফা বাড়ানো হয়েছিল। ১৮ মার্চ এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন করে চুক্তি হলো।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।