‘পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা হবে’
https://parstoday.ir/bn/news/world-i121236-পরমাণু_আলোচনা_আবার_শুরু_করার_উপায়_নিয়ে_ল্যাভরভের_সঙ্গে_কথা_হবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ০৯:২১ Asia/Dhaka
  • আমির-আব্দুল্লাহিয়ান
    আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মস্কো বিমানবন্দরে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ল্যাভরভের সঙ্গে তার আলোচনার অন্যতম বিষয়বস্তু হবে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার আলোচনা আবার চালু করা।তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে তার মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির বিগত দেড় বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন সাড়ে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এই লেনদেন আরো বহুগুণে বাড়ানো যায় এবং তার এ সফরে এ বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।

রাশিয়ার সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করাকে ইরান বিশেষ গুরুত্ব দিচ্ছে- জানিয়ে আমির-আব্দুল্লায়িান বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের প্রতিরক্ষা সহযোগিতা বিশ্বের তৃতীয় কোনো দেশের জন্য ক্ষতিকর নয়।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।