“ইউরোপকে অনুসারী করার মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে” 
https://parstoday.ir/bn/news/world-i121750-ইউরোপকে_অনুসারী_করার_মার্কিন_চাপ_প্রতিরোধ_করতে_হবে
তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে আমেরিকা যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি গতকাল (রোববার) মার্কিন নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৩ ১০:১২ Asia/Dhaka
  • “ইউরোপকে অনুসারী করার মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে” 

তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে আমেরিকা যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি গতকাল (রোববার) মার্কিন নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত।

ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও এই ধরনের বক্তব্য দিয়েছেন কিন্তু ইউক্রেন সংকটে ঠিকই ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ করছেন তিনি।

চলতি সপ্তাহে চীন সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট পলিটিকোকে বলেন, "যে সংকট আমাদের না, তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসবে।" সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরতা কমাতে হবে এবং চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে হবে।

সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রোন বলেন, “প্যারাডক্স হচ্ছে আমরা বিশ্বাস করি যে, আমরা নিতান্তই আমেরিকার অনুসারী। কিন্তু ইউরোপীয়দেরকে যে প্রশ্নের উত্তর দেয়া প্রয়োজন তা হচ্ছে তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে?” 

তিনি নিজেই এ প্রশ্নের ‘না’ বোধক উত্তর দিয়ে বলেন, “আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা মনে করি যে, আমাদেরকে এই সংঘাতে আমেরিকাকে অনুসরণ করা উচিত।”

একইভাবে তিনি মার্কিন ডলারের ওপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতিই অনুসরণ করে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/১০