সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধ করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয
(last modified Sat, 15 Apr 2023 12:29:13 GMT )
এপ্রিল ১৫, ২০২৩ ১৮:২৯ Asia/Dhaka
  • জার্মানির সর্বশেষ পরমাণু চুল্লি
    জার্মানির সর্বশেষ পরমাণু চুল্লি

জার্মান সরকার সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছে। এর ফলে দেশটি পরমাণু জ্বালানির সরবরাহ থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হলো এবং রাশিয়ার প্রাকৃতিক গ্যাস হারানোর পরেও তারা পরমাণু চুল্লির এই পদক্ষেপ নিলো। 

আজ (শনিবার) সকালের দিকে জার্মানি তিনটি পরমাণু চুল্লি বন্ধ করে এবং এর মাধ্যমে দেশটি সম্পূর্ণভাবে পরমাণু জ্বালানি মুক্ত হলো। আজকে যে তিনটি পরমাণু চুল্লি বন্ধ করা হয়েছে তা ২০০২ সালে চালু হয়েছিল কিন্তু ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ভয়াবহ সুনামিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দেয় এবং তারপর থেকে জার্মানি পরমাণু চুল্লি বন্ধ করে দেয়ার প্রক্রিয়া দ্রুততর করে।
সর্বশেষ এই তিনটি পরমাণু চুল্লি বন্ধ করে দিলে সামনের শীতকালে জ্বালানি সংকট তৈরি হবে বলে উদ্বেগ থাকার পরও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয পরমাণু চুল্লি চালু রাখার মেয়াদ বাড়াতে রাজি হননি। ১৯৯০ দশকের দিকে জার্মানির মোট জ্বালানির শতকরা ৩০ ভাগ আসতো পরমাণু চুল্লি থেকে। সমস্ত চুল্লি বন্ধ করে দেয়ার পর সর্বশেষ যে তিনটি চুল্লি চালু ছিল তাতে গত বছর দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ছয় ভাগ এই তিনটি চুল্লি থেকে উৎপাদিত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।