সুদানের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল ইরান; সংলাপের আহ্বান
(last modified Sun, 16 Apr 2023 04:47:41 GMT )
এপ্রিল ১৬, ২০২৩ ১০:৪৭ Asia/Dhaka
  • সুদানের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল ইরান; সংলাপের আহ্বান

সুদানের সংঘাতময় পরিস্থিতি ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইরান। একইসঙ্গে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীকে সংযম প্রদর্শন ও সংলাপে বসারও আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, “মুসলিম ও ভ্রাতৃপ্রতীম দেশ সুদানে যা কিছু ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।” তিনি সংলাপের মাধ্যমে এ সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

ইরানি মুখপাত্র বলেন, কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই সুদানের পক্ষগুলো নিজেদের মধ্যে আলোচনা ও শলাপরামর্শের ভিত্তিতে চলমান সংকট কাটিয়ে উঠতে পারবে বলে তেহরান দৃঢ়ভাবে বিশ্বাস করে।

সুদানের রাজধানী খার্তুমের বেশ কয়েকটি স্থানে গতকাল (শনিবার) সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নগরীর রাজপথে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সুদানের শক্তিশালী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ দেশটির গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার দখল নেয়ার দাবি করার পর দেশটি থেকে সংঘাতের খবর এল। আরএসএফ দাবি করেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের বাসভবন এবং খার্তুম বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

তবে সেনাবাহিনী এসব দাবি নাকচ করে দিয়েছে। সুদানের সেনাবাহিনী আরএসএফকে বিলুপ্ত করার আগ পর্যন্ত যেকোনো ধরনের সংলাপ বা আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এ কারণে আরএসএফের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ