আরএসএফ’র সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i122006-আরএসএফ’র_সঙ্গে_সংলাপের_প্রস্তাব_প্রত্যাখ্যান_করল_সুদানের_সশস্ত্র_বাহিনী
সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ’র সঙ্গে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সুদানের সশস্ত্র বাহিনী তাদের ফেইসবুক পেইজে গতকাল (শনিবার) বলেছে, আরএসএফ'র সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০২৩ ১৪:১২ Asia/Dhaka
  • আরএসএফ’র সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সশস্ত্র বাহিনী

সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ’র সঙ্গে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সুদানের সশস্ত্র বাহিনী তাদের ফেইসবুক পেইজে গতকাল (শনিবার) বলেছে, আরএসএফ'র সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই।

এর আগে আরএসএফ দাবি করেছিল- তাদের যোদ্ধারা বেশ কয়েকটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে সুদানের সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে।

গতকাল আধা সামরিক বাহিনী আরএসএফ এবং সুদানের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। দৃশ্যত আরএসএফ সামরিক বাহিনীর ঘাঁটিগুলো এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

সুদানের ডক্টর্স সেন্ট্রাল কমিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দুপক্ষের গোলাগুলি ও সংঘাতে ৫৬ জন নিহত এবং ৫৯৫ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।