আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকার: আনাতোলি আন্তোনোভ
(last modified Thu, 20 Apr 2023 11:10:19 GMT )
এপ্রিল ২০, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • আনাতোলি আন্তোনোভ
    আনাতোলি আন্তোনোভ

ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন: ইউক্রেন প্রশ্নে আমেরিকার বৈরী নীতি দু'দেশের মধ্যকার শেষ পারমাণবিক চুক্তিকেও ধ্বংস করে দিতে পারে। আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস আমেরিকার রয়েছে বলে মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

নিউজ উইক ম্যাগাজিন জানিয়েছে আন্তোনোভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বাইডেন  সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে মস্কো-ওয়াশিংটন সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি সংক্রান্ত পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারবে না। তিনি বলেন আমেরিকা জটিল যুক্ত দেখাচ্ছে। একদিকে তারা স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ এড়িয়ে যাচ্ছে, অন্যদিকে তারা পারমাণবিক অস্ত্র পরিদর্শন চুক্তি ইস্যুতে স্বাভাবিক সহযোগিতায় ফিরে আসার জন্য পীড়াপীড়ি করছে। মস্কো এ ধরনের দ্বৈত নীতিতে সম্মত নয় বলে আন্তোনোভ মন্তব্য করেন। তিনি বলেন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার নেতিবাচক সম্পর্ক অস্ত্র নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।

২০০৩ সালে আমেরিকা একতরফাভাবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করে দেয়। ২০১৯ সালেও তারা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দু'দেশের মধ্যপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিনাশ বিষয়ক আইএনএফ চুক্তি থেকেও বের হয়ে যায়। ওয়াশিংটন ২০২০ সালে ওপেন স্কাইস ট্রিয়েটি (ওএসপি) থেকে একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেয়। একইভাবে স্টার্ট চুক্তির বিধানও লঙ্ঘন করেছে আমেরিকা। তারই পরিপ্রেক্ষিতে রাশিয়াও এই চুক্তি কার্যত পরিহার করেছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ