মৃতের সংখ্যা ছড়িয়েছে ৩শ; ষষ্ঠ দিনের মতো চলছে মারাত্মক সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/world-i122222-মৃতের_সংখ্যা_ছড়িয়েছে_৩শ_ষষ্ঠ_দিনের_মতো_চলছে_মারাত্মক_সংঘর্ষ
সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে, দেশটিতে সামরিক সংঘাত ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং এখনো দু পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ চলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৩ ১০:৪৯ Asia/Dhaka
  •  মৃতের সংখ্যা ছড়িয়েছে ৩শ; ষষ্ঠ দিনের মতো চলছে মারাত্মক সংঘর্ষ

সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে, দেশটিতে সামরিক সংঘাত ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং এখনো দু পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ চলছে।

চলমান সংঘাতের এক পক্ষে রয়েছেন সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান আর অন্য পক্ষে রয়েছে তারই ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো। গত শনিবার থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং এ পর্যন্ত প্রায় ৩৩০ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩২০০'র বেশি মানুষ। হতাহতদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা আহমাদ আল-মান্দারি গতকাল এসব তথ্য জানিয়েছেন। দেশটিতে প্রধানত রাজধানী খার্তুম, পশ্চিম দারফুর অঞ্চল এবং অন্য কয়েকটি রাজ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাজধানীতে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা গেছে। এ সময় খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেনা সদর দপ্তরের আশপাশে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায়।

রাজধানী খার্তুমের আশপাশ এবং অন্যান্য অঞ্চলে আরএসএফ যোদ্ধারা ট্যাংক এবং মেশিনগান-সজ্জিত পিকআপ নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। জীবন বাঁচাতে অনেকেই রাস্তায় গাড়ি ফেলে পালাতে বাধ্য হয়।গত ছয়দিনের সংঘর্ষের কারণে সুদানে এরইমধ্যে বিদ্যুৎ, খাদ্য, পানি এবং ওষুধের মতো জরুরি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। বেসামরিক নাগরিকদের বেশিরভাগই নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়িতে অবস্থান করছে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।