সুদানে খালি করা হয়েছে মার্কিন দূতাবাস, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i122304-সুদানে_খালি_করা_হয়েছে_মার্কিন_দূতাবাস_অনির্দিষ্টকালের_জন্য_বন্ধ_ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকার সেনারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে সুদানে মার্কিন দূতাবাস খালি করেছে। একই সঙ্গে তিনি আফ্রিকার দেশটির অযৌক্তিক সহিংসতা বন্ধে দুই পক্ষের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২৩ ১৩:৪১ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকার সেনারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে সুদানে মার্কিন দূতাবাস খালি করেছে। একই সঙ্গে তিনি আফ্রিকার দেশটির অযৌক্তিক সহিংসতা বন্ধে দুই পক্ষের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুদানে প্রতিদ্বন্দ্বী দুই নেতা ক্ষমতার জন্য প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
সফলতার সঙ্গে দূতাবাস খালি করার জন্য মার্কিন সেনাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। দূতাবাস কর্মীদের উদ্ধার অভিযান পরিচালনা করে আমেরিকার সামরিক বাহিনী। দূতাবাস কর্মীদের সর্বশেষ ব্যক্তিকে সরিয়ে নেয়ার পর খার্তুমে মার্কিন কূটনৈতিক মিশনের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।
সুদানে বর্তমানে আমেরিকার আরো প্রায় ১৬ হাজার নাগরিক অবস্থান করছে কিন্তু তাদেরকে দেশটি থেকে সরিয়ে আনা হবে না বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।
মার্কিন দূতাবাসের ল্যান্ডিং জোন থেকে প্রায় ৭০ জন কর্মচারীকে হেলিকপ্টারে করে ইথিওপিয়ার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন আমেরিকার দুই সরকারি কর্মকর্তা।
সুদানের চলমান সংঘাতে ৪০০'র বেশি মানুষ মারা গেছে। এছাড়া, আহত হয়েছে প্রায় ৪ হাজার মানুষ। এবারের পবিত্র ঈদুল ফিতরের দিনেও দুপক্ষ সংঘাতে লিপ্ত হয়।#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।