সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি
রাশিয়ায় রপ্তানি বন্ধ করা হলে খাদ্যশস্য চুক্তি বাতিল করা হবে: মস্কো
শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী- জি৭ রাশিয়ায় রপ্তানি বন্ধ করে দিলে মস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি বাতিল করবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরকাকে নিয়ে জিসেভেন গঠিত।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় পরিষদের সহ সভাপতি দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জি৭ ভুক্ত দেশগলো রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, “জিসেভেনের নির্বোধ লোকগুলো আমাদের দেশে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছে। স্বাভাবিকভাবেই আমাদেরকে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমরাও জিসেভেনভুক্ত দেশগুলোতে সব ধরনের খাদ্যশস্য বিশেষ করে যেসব পন্যের ওপর এসব দেশ পুরোপুরি নির্ভরশীল সেসব রপ্তানি করা বন্ধ করে দিতে হবে।” সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ আরো বলেন, “এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আরো অনেক কিছুর সঙ্গে খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি বাতিল হয়ে যাবে।”
এর আগে শুক্রবার জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের কিয়োদা বার্তা সংস্থা জানায়, জিসেভেন ভুক্ত দেশুগলো রাশিয়ায় তাদের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রস্তুতি নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর বহু নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। তবে এসব নিষেধাজ্ঞা দিয়ে দৃশ্যত এ পর্যন্ত রাশিয়াকে কাবু করা যায়নি। আর সেজন্য রাশিয়ায় রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলো।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।