থাড ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের দাবি
মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে মার্কিন সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে দেশটির লোকজন বিক্ষোভ প্রতিবাদ করছেন। এসব মানুষ চাইছেন- দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি এই সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে।
আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সম্প্রতি যৌথভাবে বড় বড় সামরিক মহড়া চালিয়েছে এবং এতে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়ে কয়েক দফা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
ইরানের প্রেস টিভি জানাচ্ছে, মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া শান্তি কর্মীরা এবং স্থানীয় নেতারা বিক্ষোভে নেমেছেন। তারা রাজধানী শিউলে প্রেসিডেন্ট প্রসাদের বাইরে বিক্ষোভ করেন।
২০১৭ সালে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় থাড নামে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন, উত্তর কোরিয়া থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কারণে যুদ্ধকালীন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা চান এসব ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়া হোক।
দক্ষিণ কোরিয়ার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের সিয়ংজু এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তার কাছেই গতকাল স্থানীয় লোকজন এবং শান্তিবাদী কর্মীরা বিক্ষোভ করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।