মস্কোয় ইরান, রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক
(last modified Wed, 26 Apr 2023 03:40:46 GMT )
এপ্রিল ২৬, ২০২৩ ০৯:৪০ Asia/Dhaka
  • জেনারেল আশতিয়ানি
    জেনারেল আশতিয়ানি

রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়া, তুরস্ক, ইরান ও স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের নিয়ে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য।

গতকাল (মঙ্গলবার) মস্কোয় রাশিয়া, সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। জেনারেল আশতিয়ানি বলেন, “আঞ্চলিক টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”

রাশিয়া বলেছে, সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কে যে তিক্ততা রয়েছে তা দূর করতে মস্কো বৈঠকের আয়োজন করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিটি দেশের নাগরিকরা সন্ত্রাসবিরোধী যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে। আঞ্চলিক সবগুলোর দেশের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

ইরান সব সময় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে উল্লেখ করেন জেনারেল আশতিয়ানি বলেন, ওই একই লক্ষ্যে ইরান মস্কোয় চতুর্পক্ষীয় বৈঠকে যোগ দিয়েছে।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার এক বছর পর ২০১২ সালে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। সে সময় সিরিয়ায় লেলিয়ে দেয়া অনেক সন্ত্রাসীকে তুরস্ক পৃষ্ঠপোষকতা দিত বলে অভিযোগ রয়েছে। ১১ বছর পর প্রতিবেশী দেশ দু’টি সম্পর্ক পুনঃস্থাপনের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ থেকে তুরস্ক সেনা প্রত্যাহার করে নিলে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ