আইআরজিসি’র বিরুদ্ধে ভিত্তিহীন কোনো সিদ্ধান্ত নেবে না আয়ারল্যান্ড
(last modified Fri, 12 May 2023 07:49:33 GMT )
মে ১২, ২০২৩ ১৩:৪৯ Asia/Dhaka
  • ইরান ও আইরিশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
    ইরান ও আইরিশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে ভিত্তিহীন কোনো সিদ্ধান্ত নেবে না আয়ারল্যান্ড। একথা জানিয়েছেন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানান।

আমেরিকাসহ অনেক পশ্চিমা দেশ যখন আইআরজিসি’কে কথিত সন্ত্রাসী বাহিনী হিসেবে অভিহিত করে এই বাহিনীকে কালো তালিকাভুক্ত করছে তখন আয়ারল্যান্ড এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করল।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেকথা তার দেশ স্বীকার করে। ইরান সম্প্রতি মানবিক কারণে একজন আইরিশ বন্দিকে মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানান মার্টিন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডিশ পার্লামেন্ট সম্প্রতি আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানায় তেহরান। তিনি বলেন, সন্ত্রাসীদের পাশাপাশি ইরান-বিদ্বেষী ব্যক্তিরা সুইডিশ পার্লামেন্টকে এই সিদ্ধান্ত নিতে উস্কানি দিয়েছে।

আইআরজিসি’কে একটি সার্বভৌম প্রতিষ্ঠান আখ্যায়িত করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী যুদ্ধে বিশাল অবদান রেখেছে আইআরজিসি। তিনি আরো বলেন, এই বাহিনী ইরানের জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে।  

টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ইরান ও আয়ারল্যান্ডের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ