সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ
রাশেদ ঘানুচিকে এক বছরের কারাদণ্ড দিল তিউনিসিয়ার আদালত
তিউনিসিয়ার একটি আদালত সে দেশের বিরোধী আন-নাহদা দলের প্রধান রাশেদ ঘানুচিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদের কঠোর সমালোচক হচ্ছেন রাশেদ ঘানুচি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
গতকাল (সোমবার) তিউনিসিয়ার একজন বিচারক ৮১ বছর বয়সী রাশেদ ঘানুচির বিরুদ্ধে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।
ঘানুচির আইনজীবীর বরাত দিয়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হলো- গত বছর আন-নাহদা দলের এক সদস্যের দাফন অনুষ্ঠানে তার প্রশংসা করে বলেছিলেন, মৃত ব্যক্তি “কোনো শাসক বা অত্যাচারীকে ভয় পাননি, তিনি কেবল আল্লাহকে ভয় করতেন।"
নিউনিসিয়ার বিরোধী আরো কয়েকজন রাজনীতিকের সঙ্গে ঘানুচি রাষ্ট্রীয় নিরাপত্তা বানচালের ষড়যন্ত্র করার জন্য আদালতে ভিন্ন একটি অভিযোগ মোকাবেলা করছেন। রাশেদ ঘানুচি এবং আটক বিরোধী অন্য নেতারা প্রেসিডেন্ট সাঈদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তিনি দেশের নির্বাচিত সংসদকে বাতিল করে একটি রাজনৈতিক ক্যু করার চেষ্টা করেছেন।
গত ২০ এপ্রিল রাশেদ ঘানুচিকে রাজধানী তিউনিসের বাড়ি থেকে পুলিশ আটক করে। এর আগে ফেব্রুয়ারি মাসে তিনি সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দেন। দেশের পুলিশ কর্মকর্তাদের অত্যাচারী বলায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট সাঈদ নির্বাচিত জাতীয় সংসদ ভেঙে দেন। এর আগ পর্যন্ত ওই সংসদের সবচেয়ে বড় দল ছিল রাশেদ ঘানুচির নেতৃত্বাধীন আন-নাহদা।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৬