ইরানের ফজর নাট্য উৎসবে তিউনিসিয়ার নাট্যশিল্পীদের অংশগ্রহণ
(last modified Sat, 01 Feb 2025 11:25:43 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৭:২৫ Asia/Dhaka
  • ফজর নাট্য উৎসবে তিউনিসিয়ার নাট্যশিল্পীরা
    ফজর নাট্য উৎসবে তিউনিসিয়ার নাট্যশিল্পীরা

পার্স টুডে: ইরানের ৪৩তম ফজর নাট্য উৎসবে অংশ নিয়েছেন তিউনিসিয়ার নাট্যদলের শিল্পীরা। দেশটির সেন্টার ফর ফাইন আর্টসের পরিচালক জামিলা আল-তালিলি এই উৎসবে তাঁর দেশের নাট্যদলের উপস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে মন্তব্য করে বলেন: "এই উৎসবে অংশগ্রহণের একটি লক্ষ্য ছিল- তাদের অভিজ্ঞতা কাজে লাগানো।"

ফজর নাট্য উৎসবে "গডজিলা কাহিনী" নাটকটি পরিবেশনের পর বিজার্টে অবস্থিত তিউনিসিয়ান সেন্টার ফর ফাইন আর্টসের পরিচালক জামিলা আল-তালিলি বলেন, "৪৩তম বছরে পদার্পণ করায় ফজর নাট্য উৎসব অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই উৎসবে আমাদের অংশগ্রহণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এর সংস্কৃতি সম্পর্কে জানা।"

পার্স টুডে জানিয়েছে, "যদিও অনুষ্ঠানটি আরবি ভাষায় ছিল কিন্তু ইরানি দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে তারা আমাদের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং করতালি দিয়েছিলেন; যা ছিল খুবই আনন্দের।"  

আল-তালিলি আরও বলেন: "আমরা আশা করি এই উৎসবটি দিন দিন আরও উন্নত হবে এবং সাফল্যের উচ্চ স্তরে পৌঁছাবে।"

তিনি বলেন, "আমরা ভবিষ্যতেও উৎসবগুলোতে অংশগ্রহণ করতে চাই। আমরা সত্যিই খুশি যে, উৎসবের আয়োজকরা আমাদের কাজ দেখেছেন, গ্রহণ করেছেন এবং আমাদেরকে আবারো আমন্ত্রণ জানিয়েছেন। আতিথেয়তা দেওয়ার পাশাপাশি আমাদের জন্য প্রয়োজনীয় সবকিছু করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।"

পার্সটুডে/এমএআর/১