গাজায় গণহত্যার জন্য ইসরাইলি কর্মকর্তাদের বিচার করতে তিউনিসিয়ার আহ্বান
তিউনিসিয়া ঘোষণা করেছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্বেও এই উপত্যকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর দায়ে ইসরাইলি কর্মকর্তারা বিচার এড়াতে পারবেন না।
ইরানের বার্তাসংস্থা ইসনার উদ্ধৃতি দিয়ে সাহাব নিউজ চ্যানেল জানিয়েছে, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং তাদের বৈধ অধিকারের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেয়া হয়েছে।
তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৫ মাস ধরে চলা গণহত্যার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, দখলদার ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের মূল্যবান প্রতিরোধ ও আত্মত্যাগের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করছি।
তিউনিসিয়া সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার ইসরাইলের আগ্রাসনের অবসান ঘটানো, গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া, দ্রুত মানবিক সহায়তা প্রদান এবং যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের পুনর্গঠন নিশ্চিত করা এবং ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।
গতকাল ১৯ জানুয়ারি থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।