ব্রিটেনের মন্তব্য
ইউক্রেনের শান্তি পরিকল্পনা সম্পূর্ণভাবে ভুল
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের যুদ্ধবিরতি ন্যায্য হবে না এবং তা দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে না। এর আগেও ব্রিটেন, আমেরিকা এবং তাদের সমর্থকরা ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে।
গতকাল (সোমবার) ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে জানতে চান- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তাকে তিনি সমর্থন করেন কিনা। এ সময় তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার একটি মন্তব্য তুলে ধরেন। লুলা ডি সিলভা বলেছেন, "যুদ্ধবিরতি শান্তি চুক্তি নয় তবে এই যুদ্ধবিরতি ছাড়া চলমান সংঘাতের অবসান হবে না বরং এটি চলতেই থাকবে এবং দিনকে দিন পরিস্থিতি খারাপ হবে।
জবাবে ঋষি সুনাক বলেন, "ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করা ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য কাজ করা হবে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এবং এতে চলমান সংঘাতের প্রকৃত সমাধান হবে না।"
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রাশিয়া এরই মধ্যে দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়াকে নিজের এলাকা বলে ঘোষণা করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার হাতে দখল হয়ে যাওয়া উদ্ধার ভূমি করা ছাড়া তিনি যুদ্ধ বন্ধ করবেন না। অবশ্য মার্কিন সামরিক বাহিনী আগাগোড়ায় বলে আসছে, রাশিয়ার সাথে দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো উদ্ধার করা সামরিক বাহিনীর পক্ষে সম্ভব নয়।
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।