পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার
https://parstoday.ir/bn/news/world-i123572-পিটিআইকে_নিষিদ্ধ_করার_কথা_বিবেচনা_করছে_সরকার
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।

ইমরান খানকে আটক করার পর পাকিস্তানে যে মারাত্মক রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার মধ্যে খাজা আসিফ আজ (বুধবার) এই মন্তব্য করলেন।
ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগকে মনগড়া বলে উল্লেখ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধ করার ব্যাপারে খাজা আসিফ সাংবাদিকদের বলেন, “বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। সেনাবাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর পিটিআই হামলা চালিয়েছে যা এর আগে কখনো ঘটেনি। এটা সহ্য করা হবে না।” 
চলতি মাসের একেবারে প্রথম দিকে দুর্নীতি মামলায় ইমরান খানকে আটক করা হয়। এরপর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় এবং তার কিছু সমর্থক সেনানিবাস ও কয়েকজন কোর কমান্ডারের বাড়িতে হামলা চালান। হামলায় জড়িত সন্দেহজনদের এখন গ্রেপ্তার করা হচ্ছে এবং কেউ জামিনে মুক্তি পেলে তাকে আবার গ্রেফতার করা হচ্ছে। এর পাশাপাশি ইমরান খানের দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে তারা দল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৪

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।