মে ৩০, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক নাকচ করলো বেইজিং

আমেরিকার সঙ্গে নিরাপত্তা বৈঠকের অনুরোধ নাকচ করেছে চীন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই আমেরিকা দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছিল কিন্তু চীন তা নাকচ করে।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল আজ (সোমবার) জানিয়েছে, চীনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সম্ভবত এ কারণে বেইজিং বিরক্ত। এজন্যই চীন এই বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে মনে করা হচ্ছে।
সিঙ্গাপুরে চলতি সপ্তাহে নিরাপত্তা ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের অবকাশে আমেরিকা ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছিল।
এ বিষয়ে পেন্টাগনের একটি বিবৃতির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মে মাসের প্রথম দিকে আমেরিকা দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠকের যে অনুরোধ জানিয়েছিল গত রাতে বেইজিং তা প্রত্যাখ্যান করেছে।
আমেরিকা ও চীনের মধ্যে বর্তমানে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান দীপকে মার্কিন অস্ত্র সরবরাহ নিয়ে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে। এর মধ্যে আমেরিকা চীনের প্রতিরক্ষামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ