পুতিনকে কূটনৈতিক নিরাপত্তা দেবে দক্ষিণ আফ্রিকা
(last modified Tue, 30 May 2023 11:23:50 GMT )
মে ৩০, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  •  পুতিনকে কূটনৈতিক নিরাপত্তা দেবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা বলেছে, সে দেশে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোহানেসবার্গ সফরে গেলে তাকে কূটনৈতিক নিরাপত্তা দেয়া হবে।

বিদেশি সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী গ্রেইস নালেদি মান্দিসা পাান্দোর বলেন, ব্রিক্সের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও শীর্ষ সম্মেলনে যোগ দেয়া ব্যক্তিদের  কূটনৈতিক ছাড় এবং সুবিধা দেয়া হবে। চলতি বছরের জুন মাসে কেপটাউনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবং আগস্ট মাসে জোহানেসবার্গে শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন ও জোর করে ইউক্রেন থেকে রাশিয়ায় শিশু পাচারের কথিত অভিযোগে এই পরোয়ানা জারি করে। জবাবে রাশিয়া বলেছে, তারা আইসিসির কর্তৃপক্ষকে বৈধ বলে স্বীকার করে না। মস্কো আন্তর্জাতিক এই সংস্থাকে অনুমোদন করেনি।# 
পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ